তাবলীগ ইজতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন

গাযী খলিলুর রহমান: সম্প্রতি বিশ্ব ইজতিমা বাস্তবায়ন কমিটির শেষ যৌথসভা গাজীপুর মহানগরীর টঙ্গীর মন্নু মিল্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম। সভায় টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামাতের দু’পর্বের বিশ্ব ইজতিমা সুন্দর ও সাবলীলভাবে সম্পন্ন করার জন্য শেষ মুহূর্তের সকল প্রস্তুতির খোঁজ-খবর নেয়া হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান বাতেন, টঙ্গী থানার ওসি মোঃ ইসমাইল হোসেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, তাবলীগের শীর্ষ মুরুব্বিরাসহ প্রিন্ট ও বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা। সভায় ৫০তম বিশ্ব ইজতিমা বাস্তবায়নের সকল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি শুক্র, শনি ও রোববার প্রথম পর্বের ইজতিমা এবং ৪ দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি, ১ ও ২ ফেব্রুয়ারি  শুক্র, শনি ও রোববার ২য় পর্বের ইজতিমা অনুষ্ঠিত হবে। গতবারের মতো এ বছরও দেশের ৬৪টি জেলাকে যাতায়াতের সুবিধার জন্য দু’ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে ৩৩টি জেলা মুসল্লীদের জন্য ৪৪টি খেত্তা ও ২য় পর্বে ৩১টি জেলার মুসল্লীদের জন্য ৩৫টি খেত্তার ব্যবস্থা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাবলীগের বিশ্ব ইজতিমা বাস্তবায়নের জন্য টঙ্গীর তুরাগ নদীর তীরে বরাদ্দকৃত ১শ’ ৯৫ একর জমির মধ্যে এ বছর ১শ’ ৬৫ একর জমির মধ্যে চট, ত্রিপল, পলিথিন, বাঁশ, পাইপ ও খুঁটি দিয়ে বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। গত দু’মাস থেকে তাবলীগভক্তরা স্বেচ্ছাশ্রম দিয়ে এ বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ করে যাচ্ছেন। গত জুমার নামাযের পর থেকে তাবলীগের প্রায় ১৫ হাজার ভক্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতিমার প্যান্ডেল নির্মাণের কাজে নিয়োজিত ছিল এবং তারা ইজতিমা শেষ না হওয়া পর্যন্ত স্বেচ্ছাশ্রম দিয়ে যাবে বলে জানা গেছে। সরকার ইজতিমা ময়দানের সংস্কারের জন্য সাড়ে ৫ কোটি টাকা বরাদ্ধ দেয়ায় এ বছরও মাঠের উচুঁ-নীচু জায়গা সমান করা হয়েছে। গত কুরবানির ঈদের বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। ডেসা, ওয়াসা, ডেসকো ও গাজীপুর মহানগরীর পক্ষ থেকে ইজতিমা ময়দানে আগত মুসল্লীদের জন্য প্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদানের জন্য টঙ্গী সরকারি হাসপাতালের শয্যা বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু ভাসমান শয্যা নির্মাণ করা হয়েছে। আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে সরকার টঙ্গীর ইজতিমায় নিরাপত্তা বজায় রাখার জন্য বিভিন্ন নিরাপত্তাকর্মীদের টঙ্গীতে নিয়ে এসেছেন। এ বছরও দু’পর্বের জন্য আখেরী মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে। তাবলীগের বিশ্ব ইজতিমা বাস্তবায়ন কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী শরীফ মোহাম্মদ ও আব্দুল কুদ্দুস দৈনিক সংগ্রামকে জানান, এ বছর বিশ্বের ২শ’ ৬৫টি দেশের প্রায় ৫০ হাজার বিদেশী মেহমানসহ দু’পর্বের ইজতিমায় প্রায় ৮০ লাখ থেকে ৯০ লাখ ধর্মপ্রাণ মুসল্লীর আগমন ঘটবে। এ পর্যন্ত ৪৭টি দেশের ২৩ হাজার ৯শ’ ৪৭ জন বিদেশী মেহমান ইজতিমা ময়দানে এসে পৌঁছেছেন। অনেক মেহমানরা পথে রয়েছেন। তারা যথাসময়ে এসে পৌঁছবেন ইনশাআল্লাহ। তারা আরো জানান, বাংলাদেশ সরকার এ বছরও নিরাপত্তার জন্য বিশ্বের ৯টি দেশের তাবলীগভক্তদের ভিসা দিতে অনিহা বা কড়াকড়ি করছেন। দেশগুলো হল- পাকিস্তান, সোমালিয়া, আফগানিস্তান, ইরাক, সুদান, সিরিয়া, মিশর, ইয়েমেন ও নাইজেরিয়া। ইতোমধ্যে সরকারের বিভিন্ন মহলের লোকজন কয়েকবার ইজতিমা ময়দান তদারকি করে গেছেন। গত বছরের মতো এ বছরও চটের অভাবে ইজতিমা ময়দানের উত্তর-পূর্ব পার্শে¦র কিছু মাঠ ফাঁকা রাখা হয়েছে। ইজতিমা আয়োজক কমিটির যৌথসভা থেকে দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশা এবং মহান আল্লাহর নিকট রহমত প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button