অবিলম্বে মুফতী ওয়াক্কাসসহ সকল নেতাকে মুক্তি দিন : জমিয়তে উলামায়ে ইসলাম
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ প্রায় পাঁচ মাস যাবত মিথ্যা মামলায় আটক দলের মহাসচিব মুফতী মুহাম্মদ ওয়াক্কাসসহ সারাদেশে আটক ওলামায়ে কেরাম এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করে বলেছেন, ওলামায়ে কেরামের ওপর নির্যাতনের পরিণাম আওয়ামী লীগের জন্য ভালো হবে না। মুফতী ওয়াক্কাসের ন্যায় একজন বর্ষীয়ান ও শীর্ষ আলেম রাজনীতিবিদ যিনি জনগণের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদের তিনবারের সদস্য, একবার করে হুইপ এবং ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এভাবে মাসের পর মাস আটকে রাখা কোনোক্রমেই মেনে নেয়া যায় না।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা জবরদখল করে সন্ত্রাসী কায়দায় হম্বিতম্বি শুরু করে দিয়েছে। এ জন্য শোচনীয় পরিণতি অপেক্ষা করছে।
গতকাল মিরপুরস্থ কার্যালয়ে সংগঠনের মহানগর দায়িত্বশীলদের এক জরুরি সভায় জমিয়ত নেতৃবৃন্দ এ কথা বলেন।
মহানগর সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন ইকরামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তের সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাও. আব্দুল কুদ্দুস, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা নাজমুল হাসান এবং মুফতী রেদওয়ানুল বারী সিরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।