বিশিষ্টজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
বুদ্ধিজীবী, শিল্পী, শিক্ষক, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্টজনরা অংশ নেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পুরো প্যান্ডেলে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন। এরপর সবার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, কবি কাজী রোজী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুস, গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে বিটিভি’র মহাপরিচালক ম. হামিদ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা পরিচালক শাইখ সিরাজ, সাংবাদিক গোলাম সারওয়ার, নাইমুল ইসলাম খান, মনজুরুল আহসান বুলবুল, ইমদাদুল হক মিলন, নঈম নিজাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, ড. মশিউর রহমান, ড. গওহর রিজভী, এইচ টি ইমাম, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।