প্রতিদিন বিশ্বের ২০ কোটি টেক্সট মেসেজে মার্কিন নজরদারি
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) প্রতিদিন সারা বিশ্বে আদান-প্রদান করা ২০০ মিলিয়ন বা ২০ কোটি টেক্সট মেসেজ সংগ্রহ ও সংরক্ষণ করে। গোয়েন্দাবৃত্তিতে সহায়ক তথ্য সংগ্রহ করার কাজে নির্বাচিত মেসেজগুলো ব্যবহৃত হয়। টেক্সট মেসেজ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেগুলো সংরক্ষণ করে সংস্থাটি। এনএসএ’র সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করে এ রিপোর্টটি তৈরি করেছে ‘দ্য গার্ডিয়ান’ ও ‘চ্যানেল ফোর’ নিউজ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বৃটেনের গোয়েন্দারাও এর মধ্যে কিছু তথ্য পেয়ে থাকেন বলে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনএসএ এ ব্যাপারে বিবিসি’কে বলেছে, আইনসিদ্ধভাবেই এ মেসেজগুলো সংগ্রহ করা হয়েছে। বেআইনিভাবে ও অবাধে এনএসএ তথ্য সংগ্রহ করে থাকে, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আজই যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রনিক নজরদারি কর্মসূচিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা দেয়ার কথা রয়েছে। হোয়াইট হাউজের একটি প্যানেল সম্প্রতি এনএসএ’র কর্মকাণ্ডের ওপর একটি পর্যালোচনা চালিয়েছে। এদিকে গতকাল হোয়াইট এক বিবৃতিতে বলা হয়েছে, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পর্যালোচনার বিষয়টির সারসংক্ষেপ জানিয়েছেন ওবামা।