সাতক্ষীরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী নিহত

জেলার সদর উপজেলার পূর্ব ভোমরা গ্রামে জামায়াত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে ছোটন (১৮) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। তিনি উপজেলার পদ্মশাখরা গ্রামের শহরআলীর ছেলে। তবে জেলা জামায়াতের দাবি পুলিশ আসামি ধরতে এসে শিবিরকর্মী ছোটনকে গুলি করে হত্যা করেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, শনিবার ভোরে পূর্ব ভোমরা এলাকায় যৌথবাহিনী আসামি ধরতে গেলে জামায়াত-শিবিরকর্মীরা যৌথবাহিনীর গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দেয়।
একপর্যায়ে তারা যৌথবাহিনীকে লক্ষ্য করে পর পর ১১ রাউন্ড গুলিবর্ষণ করে এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় যৌথবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন শিবিরকর্মী ছোটন। পরে গুলিবিদ্ধ ছোটনকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন সদর থানার এসআই আবুল কাসেম।
নিহত ছোটনের বিরুদ্ধে গত ৯ জানুয়ারি ভোমরা পোর্ট থেকে ঢাকাগামী মালবাহী চলন্ত ট্রাকে পদ্মশাখরা এলাকায় পেট্রলবোমা বিস্ফোরণ করে অগ্নিসংযোগ করার ঘটনায় দ্রুত বিচার আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা রয়েছে। ওই পেট্রলবোমা হামলায় মালবাহী ট্রাকটি পুড়ে ছাই হয়ে যায় এবং ট্রাক ড্রাইভার মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button