বিএনপির আটক ৫ নেতাকে হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ
কারাগারে আটক বিএনপির শীর্ষ পর্যায়ের ৫ নেতাকে আইন বহির্ভূত নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার কিংবা হয়রানি না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আটক নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শিমুল বিশ্বাস এবং সাবেক এমপি সাখাওয়াত হোসেন বকুল।
তাদের পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো: হাবিবুল গনি সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহছানুর রহমান। উল্লেখ্য বিএন্পির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও ব্যারিস্টার মওদুদ আহমদকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়। পরে তাদের নামে মতিঝিল থানায় দায়েরকৃত গাড়ী ভাংচুর মামলা আসামী করা হয়। যে মামলায় এই নেতাদের কারোর নাম এজাহারে উল্লেখ ছিল না।