চার এমপির শপথ

দশম জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত আসনে নির্বাচিত সাত সংসদ সদস্যের মধ্যে চারজন শপথ নিয়েছেন। রোববার বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমীন চৌধুরী সংসদের শপথকক্ষে তাদের শপথ করান। আজ যারা শপথ নিয়েছেন, তারা হলেন দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী, গাইবান্ধা-১ আসনের মঞ্জুরুল ইসলাম লিটন, গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত ইউনুস আলী সরকার এবং লক্ষীপুর-১ আসন থেকে নির্বাচিত তরিকত ফেডারেশনের নেতা এম এ আউয়াল।
এদের মধ্যে আওয়ামী লীগের তিনজন এবং তরিকত ফেডারেশনের একজন এমপি রয়েছেন। চারজনই নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচিত সাতজনের মধ্যে গাইবান্ধা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত আবুল কালাম আজাদ, বগুড়া-৭ থেকে নির্বাচিত জাপার আলতাফ হোসেন, যশোর-৫ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপি স্বপন ভট্টাচার্য এখনো শপথ নেননি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button