শততম পর্বে ইতি ঘটছে রেড সিগন্যালের

Red Signalসোমবার বাংলাভিশনের জনপ্রিয় নাটক রেড সিগন্যালের শততম পর্ব প্রচার হবে। রাত ৯টা ৫ মিনিটে এ পর্বের মাধ্যমেই নাটকটির ইতি ঘটবে। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, ড. ইনামুল হক, আ খ ম হাসান, মারজুক রাসেল, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, ডা: এজাজ, মিলন ভট্টাচার্য্য, অশোক বেপারী প্রমুখ। শেষ পর্বের গল্পে ১০ জন সৎমানুষ নির্বাচনের যে প্রক্রিয়াটি চলছিল তার একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। রাসেলের (মোশাররফ করিম) প্রতি সামিয়ার (নিপুণ) যে বৈরী মনোভাব ছিল নাটকীয় ঘটনার মধ্য দিয়ে তার ইতিবাচক পরিসমাপ্তি ঘটবে। রেড সিগন্যাল সম্পর্কে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘নাটকটির পর্বসংখ্যা আরো বাড়ানোর জন্য দর্শক ও চ্যানেল থেকে আগ্রহ প্রকাশ করা হলেও, আমি মনে করেছি গল্পের সফল পরিসমাপ্তির জন্য শততম পর্বটি যথার্থ মনে হয়েছে। দর্শক এ নাটক প্রচারের বিভিন্ন সময়ে যেভাবে তাদের ভালো লাগা প্রকাশ করেছে, আমি রেড সিগন্যাল টিমের প থেকে তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি।’
বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘নির্মাতা মাসুদ সেজান ভালো নাটক নির্মাণ করেন। তার এই এক ঘণ্টার এই ধারাবাহিক নাটক রেড সিগন্যাল অনেক জনপ্রিয়তা পেয়েছে। মোশাররফ করিম ও নিপুণের অভিনয় ভালো ছিল।’ মোশাররফ করিম বলেন, ‘মাসুদ সেজানের সব ধারাবাহিকেই আমার কাজ করা হয়েছে। কিন্তু কোনো চরিত্রে কাজ করেই আমার কান্তি আসেনি; বরং একেকটি চরিত্র আমাকে নতুন নতুন ভালো লাগা এবং সুখানুভূতি দিয়েছে, রেড সিগন্যালের রাসেল সমগ্র বাংলাদেশ চরিত্রটি আমার উল্লেখযোগ্য ভালো লাগার একটি চরিত্র।’ নিপুণ বলেন, ‘সেজান ভাইয়ের সাথে আমার জীবনের প্রথম টিভি সিরিয়াল রেড সিগন্যালে অভিনয় করলাম, নাটকের পুরো সময়টায় আমরা খুব উপভোগ করেছি। এ নাটক নিয়ে দেশে ও দেশের বাইরে ব্যাপক রেসপন্স পেয়েছি। নাটকটি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি রেড সিগন্যালকে সব সময় মিস করব।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button