বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার জন্য আজ সোমবার বাংলাদেশের টেস্ট দল ঘোষণা ঘোষণা করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সঙ্গে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। নিউ জিল্যান্ডের বিপক্ষে গত সিরিজের দল থেকে বাদ পরেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম ও ব্যাটসম্যান এনামুল হক।
আগামী ২৪ জানুয়ারি দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল।
দুই ব্যাটসম্যান শামসুর ও ইমরুল কায়েসকে দলে নেয়া প্রসঙ্গে ফারুক জানান, দুজনই অভিজ্ঞ খেলোয়াড় এবং এখন ভালো খেলছে।
প্রথম টেস্টের দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, মুমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী, আল-আমিন হোসেন ও আবদুর রাজ্জাক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button