সাইকেলিষ্টদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি প্যাক বিতরণ

LutfurRahmanসাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চলমান উদ্যোগের অংশ হিসেবে গত ৯ জানুয়ারী মাইল এন্ডে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের অফিসাররা মেট্রোপলিটান পুলিশের সাথে মিলে সাইকেলিং সেফটি প্যাকস’ বিতরণ করেন।
মাইল এন্ড রোডের ব্যস্ততম জাংশনে অবস্থান করে অফিসাররা সাইকেল চালক কমিউটার ও বাসিন্দাদেরকে নিরাপত্তা বিষয়ক পরামর্শ দেন এবং সেফটি প্যাক হস্তান্তর করেন।
টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল নিজস্ব অর্থায়নে সাইকেলিস্টদের জন্য ১০০০ নিরাপত্তা সামগ্রীর প্যাক তৈরী করেছে। এর মধ্যে রয়েছে হাই ভিজিভিলিটি (অন্ধকারেও দৃষ্টিগোচর হয়) জ্যাকেট, রিফ্লেক্টিভ রাক স্যাক কভার, রিফ্লেক্টিভ ট্যাগস’, ফ্লাশিং আর্মব্যান্ডস’, রিফ্লেক্টিভ আর্মব্যান্ডস’ এবং ছোট সাইজের হহ্বহোল। যেসকল সাইকেলিষ্টদের সাইকেলে লাইট ছিলো না, তাদেরকে লাইটও প্রদান করা হয়। টাওয়ার হ্যামলেটসের মেয়র, লুৎফুর রহমান নিজেও এই বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় চলাচলকারী সাইকেলিস্টদের নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। সাইকেলিষ্টদের এই ধরনের সেফটি প্যাক দিতে পেরে আমরা খুবই সন্তুষ্ট।
তিনি বলেন, সাইকেলিস্টরা পুলিশ ও কাউন্সিল অফিসারদের সাথে সহযোগিতা করেছেন দেখে আমরা অনুপ্রানিত হয়েছি এবং আমি আশা করি, তারা যে নিরাপত্তা সামগ্রী ও পরামর্শ লাভ করেছেন, তাতে করে সাইকেল চালনার ক্ষেত্রে তাদের নিরাপত্তা আরো বৃদ্ধি পাবে।
সুপারেন্টেন্ডেন্ট অব সেফার ট্রান্সপোর্ট, রব রেভিল বলেন, অপারেশন সেফওয়ে ইনিশিয়েটিভ এ স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে টাওয়ার হ্যামলেটস’ যে সহযোগিতা করেছে, তা নি:সন্দেহে প্রশসংনীয়। সড়ক ব্যবহারকারীদের নিরাপদ রাখতে এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কামিয়ে আনতে আমাদের লক্ষ্যকে যে সমর্থন ও সহযোগিতা প্রদান করেছে টাওয়ার হ্যামলেটস’, সেজন্য আমরা কৃতজ্ঞ। এনরিক নামের একজন সাইকেলিষ্ট, যিনি এই নিরাপত্তা প্যাক লাভ করেছেন, তার অভিমত হচ্চেছ, ম্লআমি অনেক সাইকেলিস্টকে চিনি, বিশেষ করে যারা সদ্য সাইকেল চালনা শুরু করেছেন, তাদের ভালো নিরাপত্তা সামগ্রী নেই। এই প্যাক নিরূসন্দেহে অনেক কাজে আসবে। এছাড়া অফিসারদের কাছ থেকে যে পরামর্শ সাইকেলিষ্টরা পেয়েছেন, তা অনুস্মরণ করলে রাস্তায় তাদের নিরাপত্তা অনেক বৃদ্ধি পাবে। সাইকেলিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে এটা হচ্চেছ টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের সর্বশেষ উদ্যোগ। বারায় সাইকেলিষ্টদের নিরাপত্তা বিধানে আরো অনেকগুলো উদ্যোগ রয়েছে কাউন্সিলের। যেমন প্রত্যেক বাসিন্দার জন্য ফ্রি সাইকেলিং ট্রেনিং। এছাড়া কাউন্সিল মেট্রোপলিটান পুলিশের সাথে যৌথভাবে এক্সচেঞ্জ প্লেসেস’ ইভেন্টও পরিচালনা করে থাকে। এই ইভেন্টের অংশ গ্রহণকারী সাইকেলিষ্টরা এইচজিভি ক্যাব (বিশাল আকারের লরির চালকের আসন) এ বসে একজন চালকের অবস্থান থেকে রাস্তায় চলাচলরত সাইকেলিষ্টকে দেখা কতটা কঠিন, তা উপলব্দি করতে সক্ষম হন।
সাইকেল ট্রেনিং এবং ভবিষ্যতের এক্সচেঞ্জিং প্লেসেস’ ইভেন্ট সম্পর্কে জানতে চাইলে ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button