শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা জানাতে সিলেটে ব্যাপক প্রস্তুতি
নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শিক্ষামন্ত্রী হিসেবে নুরুল ইসলাম নাহিদ এমপি শপথ নেয়ার পরে বুধবার প্রথম সিলেট আসছেন। তার সিলেট আগমন উপলক্ষ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তার নির্বাচনী এলাকায় ব্যাপক সংবর্ধনার প্রস্তুতি নেয়া হয়েছে। সফরকালে শিক্ষামন্ত্রী ২৫ জানুয়ারি পর্যন্ত সিলেটসহ তার নির্বাচনী এলাকার বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ উপলক্ষ্যে বুধবার বেলা দেড়টায় নভো এয়ার’র একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমান বন্দরে পৌছলে তাকে উষ্ণ সংবর্ধনা জানাবেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পাশাপাশি সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওইদিন বিকাল সাড়ে ৩ টায় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শিক্ষামন্ত্রীকে গণসংবর্ধনা দেয়া হবে। ২৩ জানুয়ারি সকাল ১১ টায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হবে। ওইদিন বেলা আড়াইটায় শিক্ষামন্ত্রীকে চারখাই কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় থেকে সংবর্ধনা দেয়া হবে। ২৪ জানুয়ারি ৩ টায় গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে। এছাড়া সফরকালে শিক্ষামন্ত্রী নির্বাচনী এলাকার আওতাধীন দুই উপজেলার উন্নয়ন বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।