গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইখওয়ান

Egyptমিশরের গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের জাতীয় কোয়ালিশন। এই কোয়ালিশনে ইখওয়ানুল মুসলিমিনসহ আরো বেশ কিছু দল ও সংগঠন রয়েছে। সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে এ কোয়ালিশন।
মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রণীত সংবিধানের ওপর মঙ্গল ও বুধবার গণভোট অনুষ্ঠিত হয়। নয়া সংবিধানের পক্ষে ৯৮ শতাংশের বেশি ভোট পড়েছে বলে দাবি করেছে দেশটির সরকার।
গণভোটের ঘোষিত এ ফলাফলের ভিত্তিতে এখন সেনা অভ্যুত্থানের নায়ক জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হতে পারবেন। বিরোধীদলের বয়কটের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ইখওয়ানুল মুসলিমিনের অন্তত ১১ কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া, নিরাপত্তা বাহিনী দলটির প্রায় ৫০০ নেতা-কর্মীকে আটক করেছে।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মিশরের জনগণের স্বতস্ফূর্ত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক। এরপর নানা চড়াই-উতড়াই পেরিয়ে ইখওয়ানুল মুসলিমিন নেতা মুহাম্মাদ মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button