ব্রিটিশ কারাগারে বেড়েছে আত্মহত্যা ও খুন
ব্রিটিশ কারাগারগুলোয় বিগত কয়েক বছরে খুনের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। গার্ডিয়ান।
২০১৩ সালে ব্রিটেনের কারাগারে চারজন খুন হয়। ১৯৯৮ সালের পর থেকে এটা ছিল সর্বোচ্চ। একইসাথে ৭০টি আত্মহত্যার ঘটনা ঘটে। ২০০৮ সালের পর এটি সর্বোচ্চ। বিগত বছরে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে মোট ১৯৯টি মৃত্যুর ঘটনা ঘটে।
পুরুষ কয়েদিদের আত্মহত্যার প্রবণতা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে এবং নারী কয়েদিদের এ প্রবণতা কমেছে।
ব্রিটেনের কারাগার সংস্কারক সংস্থা প্রিজন রিফর্ম ট্রাস্ট জানিয়েছে, মানসিক সমস্যাগ্রস্ত কয়েদিদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি। এক সমীায় দেখা গেছে, গত বছর কারাদণ্ড দেয়ার আগে স্বাস্থ্য পরীক্ষায় ২৬ ভাগ নারী ও ১৬ ভাগ পুরুষের মধ্যে মানসিক রোগের লণ পাওয়া গেছে। একইসাথে দেখা গেছে, ৬২ ভাগ পুরুষ ও ৫২ ভাগ নারী কারাবরণের পর মানসিক ব্যাধিতে ভুগছেন।
এ ছাড়া হত্যাকাণ্ডের শিকার কয়েদিরা সহকারাবাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন। কারা-অভ্যন্তরে হত্যাকারীদের একাধিক জনকে ইতোমধ্যে বিচারের মুখোমুখি করা হয়েছে।