বিএনপির শীর্ষ ৫ নেতার জামিন মঞ্জুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও এম কে আনোয়ারসহ শীর্ষ ৫ নেতা মতিঝিল থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আসম হান্নান শাহর জামিন পাননি।
মঙ্গলবার সকালে বিচারপতি নিজামুল হক ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে শীর্ষ ৫ নেতার জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্ত অন্য ৩ নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত ৭ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির এই শীর্ষ ৫ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর জামিন নামঞ্জুর করা হয়েছে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক মতিঝিল থানার ৩টি মামলায় জামিন নামঞ্জুরের আদেশ দেন। এর আগে সকালে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত বছর ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে এসআই শাহজাহান হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও বোমা বিস্ফোরণ ঘটনায় মামলা ৩টি দায়ের করা হয়। এই মামলা ৩টিতে এজাহারভুক্ত আসামিসহ একাধিক আসামি জামিনে থাকলেও হান্নান শাহর বিরুদ্ধে এজাহারে নাম না থাকা সত্ত্বেও তাকে জামিন দেয়া হয়নি।