সাঈদীর আপিল শুনানি ২৮জানুয়ারি পর্যন্ত মুলতবি
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি আগামী ২৮শে জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছে আদালত। আসামিপক্ষের সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকায় সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আবেদন মঞ্জুর করেন। আগামী ২৮শে জানুয়ারি থেকে যুক্তি উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। গত বছরের ২৪ সেপ্টেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের মামলা হিসেবে এটি দ্বিতীয় মামলা যেটি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। এর আগে আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার পর তা কার্যকর করা হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮শে ফেব্রুয়ারি মাওলানা সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।