দিল্লির মূখ্যমন্ত্রীর ফুটপাতে রাতযাপন
ফুটপাতে রাত কাটালেন দিল্লির সর্বকনিষ্ট মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ধরনায় বসতে এলে পুলিশ রেল ভবনের সামনে মূখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে দেয়। তাই দাবি আদায়ের জন্য রেল ভবনের সামনের ফুটপাতে সারারাত কাটিয়ে দেন তিনি। মঙ্গলবার সকালে ফের ধরনায় বসেছেন তিনি। খবর জি নিউজ এর।
জানা গেছে, আগামী ২৬ জানুয়ারির মধ্যে দিল্লি পুলিশের দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত থেকে দিল্লি সরকারের হাতে তুলে না দিলে প্রজাতন্ত্র দিবসের পর লাখ লাখ মানুষ দিল্লির রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে বলে হুমকি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আম আদমি পার্টির (আপ) বিক্ষোভ কর্মসূচি ঘিরে মঙ্গলবার সকাল থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা। পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
কার কথা শুনবে দিল্লি পুলিশ? সরকারের না দিল্লির মূখ্যমন্ত্রীর।এ প্রশ্ন নিয়েই এবার রাজধানীর পথে দিল্লি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ দেখালেন স্বয়ং মূখ্যমন্ত্রী।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, দিল্লির মূখ্যমন্ত্রীর দাবি মানা এই মুহূর্তে মানা সম্ভব নয়। তার যুক্তি, উগান্ডার নাগরিকদের ঘিরে তৈরি হওয়া বিতর্কের তদন্ত চলছে। আর আপের বিক্ষোভ নিয়ে কার্যত এক সুর কংগ্রেস আর বিজেপির। তাদের কটাক্ষ, সরকারের কাজ ফেলে তামাশা করছেন কেজরিওয়ালরা।
কংগ্রেস আর বিজেপির তোপ, ক্ষমতায় এসে কাজের কাজ না করে তামাশা করছেন অরবিন্দ কেজরিওয়ালরা। সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশই চলে দিল্লি পুলিশ। সেক্ষেত্রে কেজরিওয়ালদের দাবি মানতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন।