মালয়েশিয়ায় ৪৪৪ বাংলাদেশী শ্রমিক আটক
মালয়েশিয়ায় অবস্থানরত ৪৪৪ বাংলাদেশীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার অবৈধ শ্রমিকদের গ্রেফতার অভিযানের প্রথম দিনেই এসব বাংলাদেশী আটক হলেন। তবে তাত্ক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কয়েক হাজার শ্রমিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নাগরিকও রয়েছেন।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, মালয়েশিয়ায় প্রায় ৫ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করেন। তবে বেসরকারি হিসাবে সংখ্যাটা প্রায় ৭ লাখ। সম্প্রতি মালয়েশিয়া সরকার অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দেয়। সে সময় প্রথম পর্যায়ে ২ লাখ ৬৭ হাজার বাংলাদেশী এবং দ্বিতীয় পর্যায়ে ২ লাখ ৪ হাজার বাংলাদেশী শ্রমিক বৈধ হয়। তবে ২৫ হাজার শ্রমিক বৈধ হওয়ার সুযোগ নেননি। দ্বিতীয় মেয়াদে বৈধ হওয়ার সুযোগ শেষ হওয়ার পর থেকে আবার আটক অভিযান শুরু করল মালয়েশিয়া সরকার।