থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
সহিংসতা বন্ধ ও বিরোধীদলের বিক্ষোভ দমনে থাইল্যান্ডে জরুরী অবস্থা জারি করেছে সে দেশের সরকার। রাজধানী ব্যাংকক ও এর আশে-পাশের প্রদেশগুলোতে জারি হওয়া এ জরুরি অবস্থা থাকবে ৬০ দিন পর্যন্ত। মঙ্গলবার এক ডিক্রির মাধ্যমে এ জরুরি অবস্থা জারি করা হয়। খবর বিবিসি।
জরুরি অবস্থার জারির মাধ্যমে বিশৃঙ্খলা দমনে ব্যাপক ক্ষমতা হাতে পেল সরকার। এদিকে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গা অবরোধ করে রেখেছে বিরোধীদলের বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা দাবি করছে সিনাওয়াত্রা তার ভাই থাকসিন সিনাওয়াত্রার পরামর্শে দেশ চালাচ্ছে। আন্দোলনকারীদের দাবির মুখে ইংলাক সংসদ ভেঙ্গে ২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তবে পদ থেকে পদত্যাগের বিষয়ে তিনি এখনো নিজ সিদ্ধান্তে অনড়।
মঙ্গলবার সরকারের মন্ত্রীদের এক বৈঠকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে গত রবিবার ব্যাংককে বিক্ষোভকারীদের চলা অবরোধে বিস্ফোরণ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য সরকার ও বিরোধীদল একে অপরকে দায়ী করছে।