আদর্শ সমাজ গঠনে আলেমদের ভূমিকা রাখতে হবে : সৌদি রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরী র্শিক ও বিদয়াতমুক্ত আদর্শ সমাজ গঠনে সর্বস্তরের আলেম-ওলামাদের বিশেষ ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ক্ষেত্রে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী ওলামায়ে কেরামকে বিশেষ ভূমিকা রাখতে হবে। গতকাল বিকেলে সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। রাজধানীর বারিধারায় সামার প্যালেস হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেনÑ ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ড. মানজুর এ ইলাহি মাদানী, ড. মাওলানা মতিউল ইসলাম মাদানী, ড. কুতুবুল ইসলাম মাদানী, ড. মাওলানা নূরুল্লাহ মাদানী, মাওলানা সাইদ নূর, ড. মাহফুজুর রহমান মাদানী, মাওলানা শহিদুল ইসলাম, মুহাদ্দিস মাহমুদুল হাসান মাদানী, ড. আ: সামাদ মাদানী, মাওলানা শহিদুল্লাহ খাঁন মাদানী, মুফতি ইজহারুল ইসলাম, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি ফখরুল ইসলাম, মীরেরসরাই পীর মাওলানা আবদুল মোমেন নাসেরী প্রমুখ। সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যকার সুগভীর সম্পর্ক সুদৃঢ় রাখতে আপনাদের সেতুবন্ধনের ভূমিকা পালন করতে হবে। খালেস তাওহিদ প্রতিষ্ঠা ও র্শিক-বিদয়াতমুক্ত নির্ভেজাল আদর্শ ইসলামি সমাজ বিনির্মাণে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীদের বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে হবে। সত্যিকার দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করতে না পারলে আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে না ও আমানাত রা হবে না। ইফতার মাহফিলে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।