ইউক্রেনে বিক্ষোভে পুলিশের গুলি, দুই বিক্ষোভকারী নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে দুই জন নিহত হয়েছে। কিয়েভের হাসপাতাল সূত্র ওই দু’জন নিহতের খবর নিশ্চিত করেছে। সম্প্রতি দেশটিতে সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে বুধবার র্যালির আয়োজন করেছিল সরকার বিরোধীরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে ওই দুজন নিহত হয়।
এর আগে, বিভিন্ন সমাবেশ থেকে বিক্ষোভকারীদের আটক ও কিয়েভের রাস্তা থেকে বিক্ষোভকারীদের ব্যারিকেড তুলে ফেলার প্রতিবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিতে জড়ো হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের অনুগত সংসদ সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে পার্লামেন্টে বিক্ষোভ সমাবেশ বিরোধী আইন পাস করে।
আইন অনুযায়ী, অনুমতি ছাড়া তাবু খাটিয়ে অবস্থান করাকে নিষিদ্ধ করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সমালোচনাকে ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হয়েছে। ইউক্রেনে গত কয়েক মাস ধরে সরকার বিরোধী যে আন্দোলন চলছে তা প্রতিহত করার জন্যই মূলত এ বিল পাস করা হয়েছে।