গাজায় ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ইসলামী জিহাদের দুই ফিলিস্তিনি সদস্য নিহত হয়েছে। বুধবার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র একথা জানায়। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইত হানোনের কাছে গাড়িতে করে যাওয়ার সময় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় আহমেদ আল-জানীন (২১) ও মোহাম্মাদ আল-জানীন (২৩) নামের দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইসরাইলকে লক্ষ্য করে সম্প্রতি চালানো বিভিন্ন রকেট হামলায় তারা জড়িত ছিল। তারা আরো জানায়, জানীন কট্টর বামপন্থী পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং এ মাসে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের সমাহিত অনুষ্ঠান চলাকালে চালানো রকেট হামলায় জড়িত ছিল।
মঙ্গলবার ইসরাইলি বিমান বাহিনীর এ অভিযান চালানোর কয়েক ঘণ্টা আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জঙ্গিদের রকেট হামলা বেড়ে যাওয়ায় গাজার ক্ষমতাসীন হামাসকে ‘দ্রুত’ শিক্ষা দেয়ার হুমকি দেন।