২০৩৫ সালের মধ্যে কোনো গরীব দেশ থাকবে না : বিল গেটস

Getsবিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস বলেছেন, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে কোনো গরীব দেশ থাকবে না। খবর: পিটিআই’র। বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের অ্যানুয়াল লেটারে বিল গেটস বলেন, ‘আমি যথেষ্ট আশাবাদ নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করতে চাই। ২০৩৫ সাল নাগাদ বিশ্বে কোনো গরীব দেশ (বর্তমান সংজ্ঞা অনুসারে) থাকবে না।’
তিনি বলেন, ‘এখন আমরা যাকে মধ্যম আয়ের বা ধনী দেশ বলি সব দেশই সে অবস্থায় পৌঁছাবে। (গরীব) দেশগুলো তার প্রতিবেশী উৎপাদনশীল দেশগুলো থেকে শিক্ষা নেবে এবং তাদের নতুন ভ্যাকসিন, উন্নত বীজ এবং ডিজিটাল বিপ্লবের মত উদ্ভাবন থেকে উপকৃত হবে। ক্রমবর্ধমান শিক্ষিত শ্রমশক্তির কারণে তারা নতুন বিনিয়োগ আকর্ষণ করবে।’
দাতব্য কাজে বিশ্বব্যাপী প্রশংসিত বিল গেটস বলেন, ‘২০৩৫ সাল নাগাদ বর্তমানে চীনের মাথাপিছু আয়ের চেয়ে ৭০টি দেশের গড় আয় বেশি হবে। এখনকার ভারতের মাথাপিছু আয়ের চেয়ে ৯০টি দেশের মাথাপিছু আয় বেশি হবে।’
তিনি বলেন, ধনী-দরিদ্র বৈষম্য নিরসনে চীন, ভারত, ব্রাজিল ও অন্য দেশগুলো ইতিবাচক ভূমিকা রাখছে।
১৯৬০ সালের পর চীনের মাথাপিছু আয় বেড়েছে আট গুণ, ভারতের চার গুণ এবং ব্রাজিলের পাঁচ গুণ।
তিনটি ধারণারও বিরোধিতা করেন বিল গেটস- গরীব দেশ গরীব থাকবে, বিদেশি সাহায্য অপচয় হচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে মৃত্যু বাড়ছে।
তিনি বলেন, ‘আমরা চরম দারিদ্র এবং রোগব্যাধি সমস্যার সমাধান করতে পারছি না বলে যে বিশ্বাস আছে তা শুধু ভুলই নয়, এটা ক্ষতিকরও।’
‘যে কোনো বিচারে বিশ্ব এখন যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় আছে এবং আগামী দুই দশকে অবস্থার আরো উন্নতি হবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button