ধর্মীয় কারণে ১ পার্সেন্ট সহিংসতাও হয়নি : বিচারপতি রউফ
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি আব্দুর রউফ বলেছেন, ধর্মীয় কারণে দেশে এক পার্সেন্ট সাম্প্রদায়িক সহিংসতাও ঘটেনি। এনিমি প্রপার্টি আইনসহ আরো কয়েকটি আইন সংশোধন না করা পর্যন্ত এ সহিংসতা কমার সম্ভাবনা কম।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস কাব মিলনায়তনে ‘সর্ব ধর্মীয় সম্প্রীতি সভা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আব্দুর রউফ বলেন, সম্পদ দখল এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের জন্য আইনের শাসন এবং নৈতিক মূল্যবোধকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ফাদার ডি রোজারিও, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।