১১তম নির্বাচন হলে সর্বদলীয় সরকারের অধীনেই হবে : অর্থমন্ত্রী

Malআগাম নির্বাচন নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বিএনপিকে প্রস্তাব দেয়া হয়েছে। তারা অবশ্যই রেসপন্স করবে। তবে বিএনপি তত্ত্বাবধায়ক পাবে না। ১১তম নির্বাচন হলে সর্বদলীয় সরকারের অধীনেই হবে। নির্বাচন কবে হবে এটা তাদের উপরই নির্ভর করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে অর্থমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে দেশের সম্পদ বিনষ্টকারীদের শায়েস্তা করার আহবান জানিয়ে বলেন, সমঝোতা করে যদি সকলের অংশগ্রহনের মাধ্যমে নির্বাচন করা যায় সেটা করতে প্রধানমন্ত্রী প্রস্তুত আছেন । নির্বাচনী ফুটবল বিএনপির কোর্টে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, গোল করতে হলে তাদেরকেই উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, নিবাচনে না এসে বিএনপি বিরাট ভুল করেছে। তাই এখন তাদের উচিত ভূল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে সুষ্ঠু ব্যবস্থায় সুষ্ঠু রাজনীতির পথে আসার।
অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ ও জনগণের সেবায় আন্তরিক। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কোনো প্রতিবন্ধকতায়ই উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। অবরোধ-হরতালসহ সহিংস কর্মকাণ্ড বন্ধ করায় এবং এ ধরণের কর্মকাণ্ড থেকে জামায়াতকে বিরত থাকার আহবান জানানোর জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের তি হয় এমন কোনো কর্মকান্ড কারো কাছেই গ্রহণযোগ্য নয়। জনগণ এসব প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, বল এখন বিএনপির কোর্টে। সংলাপে বসতে হলে জামায়াতে সঙ্গ ছেড়ে এবং সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থেকে খালেদা জিয়াকেই এগিয়ে আসতে হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, অধ্য সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।
অগ্রণী ব্যাংকের ১১শ’ কম্বল হস্তান্তর : এদিকে, সিলেট অঞ্চলের শীতার্তদের মাঝে বিতরণের জন্য অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে ১১শ’ কম্বল হস্তান্তর করা হয়। বিকেল সাড়ে ৪টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে কম্বল হস্তান্তর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ শামস্ উল ইসলাম। এ সময় আবুল মাল আবদুল মুহিত এমপি তৃতীয়বারের মতো বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় অগ্রণী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ব্যাংক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জালাল উদ্দিনসহ ডিজিএম, এজিএম, ব্যবস্থাপক ও অফিসার সমিতির নেতৃবৃন্দ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button