দেশে সাইবার ক্রাইম বাড়ছে : বেনজীর
দেশে সাইবার ক্রাইম বেড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেছেন, দেশে সাড়ে তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৩ লাখ ফেসবুক ব্যবহার করছেন। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই যুবক। অপরাধীরা এই যুবসমাজকে টার্গেট করছে এবং তাদের দিয়ে সাইবার ক্রাইম করাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বিভিন্ন সময় অপরিচিত নম্বরে বিদেশ থেকে পুলিশ সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। ফেসবুকে নারীদের হয়রানি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময়ে ফেইসবুক একাউন্ট হ্যাক করা হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইনে পরোয়ানা ছাড়াই এসব অপরাধীকে গ্রেফতার এবং ৭ থেকে ১৪ বছরের দণ্ড হতে পারে।