তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ২১

Turkyতুরস্কের মধ্যাঞ্চলে  গতকাল বাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি হয়েছে। কাইসেরি প্রদেশের একটি শহরে এক বরফাবৃত সড়ক থেকে বাসটি ছিটকে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। ওই প্রদেশের গভর্নর ওরহান দুজগান তুর্কি টেলিভিশনকে এ খবর জানান।  এএফপি।
তিনি বলেন, ‘আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২১।’ গভর্নর আরো জানান, কয়েকজন আতঙ্কিত যাত্রী গাড়ির জানালা দিয়ে ঝাঁপ দিলে নিহত হন।  তিনি জানান, এই ঘটনায় গুরুতর অবস্থায় আরো দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button