তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
জুমার নামাজে তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। শুক্রবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রচণ্ড শীত উপেক্ষা করে মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের আশায় দলে দলে ইজতেমায় শরিক হতে টঙ্গীর তুরাগ পাড়ে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। যোগ দিয়েছেন বিদেশী হাজার হাজার মুসল্লি। বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তম জুমার নামাজের জামায়াত।
ইজতেমার প্রথম দিন শুক্রবার থাকায় এদিন জুমার নামাজে অংশ নিতে বৃহস্পতিবার রাত থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেন। অনেকেই ময়দানে রাতযাপন করেন।
শুক্রবার ভোর থেকে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে লাখো মুসল্লির ঢল নামে। বাস, ট্রাক, ট্রেন, নৌকাসহ বিভিন্ন যানবাহনযোগে এবং পায়ে হেঁটে ময়দানে এসে বৃহত্তম জামাতে জুমার নামাজ আদায় করেন। দুপুর ১২টার আগেই ময়দানের ১৬৫ একর এলাকাসহ পার্শ্ববর্তী এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মুসল্লিরা ময়দানের ভেতরে জায়গা না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-আশুলিয়া সড়ক, উত্তরা আব্দুল্লাহপুর এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েন। মুসল্লিরা সড়ক, মহাসড়ক, গাড়ির ছাদে, ময়দান সংলগ্ন এলাকার বিভিন্ন ভবনের ছাদে পেপার, চটের বস্তা ও পলিথিন বিছিয়ে নামাজ আদায় করেন।
দুই পর্বে ভাগ হয়ে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের তিন দিনের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রবিবার। চার দিন বিরতির পর ৩১ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।