মিয়ানমারে মুসলিম হত্যা তদন্তে জাতিসংঘের আহ্বান
দাঙ্গাপ্রবণ রাখাইন রাজ্যে নারী-পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন রোহিঙ্গা মুসলিম হত্যার ঘটনা তদন্তের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জনান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই।
নাভি পিল্লাই বলেন, জাতিসংঘের কাছে এ মাসের গোড়ার দিকে রাখাইন প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে রোহিঙ্গা মুসলিমদের ওপর কয়েক দফায় হামলার ব্যাপারে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে।
বৃহস্পতিবার ইস্যুকৃত এক বিবৃতিতে নাভি পিল্লাই বলেন, ‘আমি ‘দুচী ইয়ার তান’ গ্রামে প্রাণহানির নিন্দা জানাই এবং কর্তৃপক্ষকে একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত এবং হামলার শিকার ও তাদের পরিবারবর্গের সুবিচার প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানাই।’
জাতিসংঘ জানায়, তাদের কাছে তথ্য রয়েছে যে গত ৯ জানুয়ারি বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা বাংলাদেশ সীমান্তবর্তী ওই গ্রামে হামলা চালিয়ে আটজন রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে।
চার দিন পরে রোহিঙ্গারা ওই গ্রামে এক পুলিশ সার্জেন্টকে হত্যা করে। এর জের ধরে একই দিন সন্ধ্যায় গ্রামী পুলিশ ও স্থানীয় রাখাইনরা মিলে অন্তত ৪০ জন রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশুকে হত্যা করে।
জাতিসংঘ জানায়, তারা গৃহীত এই তথ্য মায়ানমার সরকারকে পাঠিয়েছে। জাতিসংঘের বিবৃতির ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে মায়ানমার সরকারের কাউকে পাওয়া যায়নি।
১৩ জানুয়ারি দুই নারী ও এক শিশুকে ছুরিকাঘাত করে হত্যার পর যে হামলা হয় তাতে সম্ভবত কয়েক ডজন হতাহত হয়েছে। জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি।