শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকায়
ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে অ্যাঞ্জোলো ম্যাথুস বাহিনী। সফরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ, দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
আগামী ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৬ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে। এরপর ১২ ও ১৪ ফেব্রুয়ারি দু’টি টি-২০ খেলবে তারা চট্টগ্রামে। এরপর ঢাকায় মিরপুর শেরেবাংলায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি।