ভিক্ষুক সেজে জালিয়াতি !
স্কটল্যান্ডের গ্লাসগো সিটি সেন্টার। প্রতিদিন সকালের সূর্য ওঠার আগেই এখানে দেখা যায় কতিপয় ‘ভিক্ষুক’কে। সাধারণ পথচারীরা ওইসব ভিক্ষুকদের তাড়নায় অস্থির। ভিক্ষুক সামলাতে পুলিশও তেমন কোনো পদক্ষেপ নিতে পারে না। পুলিশের সন্দেহ, ভিক্ষুকদের মধ্যে জালিয়াতের সংখ্যাই বেশি, যারা ভিক্ষুক সেজে ভিক্ষা করেন। আসলে তারা গরিব নয়।
ছদ্মবেশী জালিয়াত ভিক্ষুক সামলাতে পুলিশের কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশ সদস্যরা এতদিন নির্বাকই ছিলেন। আর মনের আনন্দে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন জালিয়াত ভিক্ষুকরা। অবশেষে এক ফটো সাংবাদিকের কল্যাণে জালিয়াতির প্রমাণ পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় এক জালিয়াত ভিক্ষুককে।
‘ডেইলি মেইলে’র এক ফটো সাংবাদিক এক ভিক্ষুককে বৃহস্পতিবার সকাল থেকে অনুসরণ করতে থাকেন। ওই সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ভিক্ষুক সাজার অভিনব দৃশ্য।
ওই সাংবাদিকের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘প্যান্ট, শার্ট, জুতা পরা এক ভদ্রলোককে আমি লক্ষ্য করি। দেখলাম হঠাৎ করে তিনি পায়ের জুতা খুলে, খারাপ জামাকাপড় পরে মাটিতে বসে ভিক্ষা করতে শুরু করেছেন। সুযোগটা আমি হারাতে চাইনি। তাই ছবি তুলে রেখেছি।’
এদিকে পুলিশ জানিয়েছে, তথাকথিত ভিক্ষুকদের নামে অভিযোগ তাদের কাছে আগে থেকেই ছিল। কিন্তু প্রমাণের অভাবে তারা কিছু করতে পারছিলেন না।
ছদ্মবেশী ওই ব্যক্তিকে জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে সাধারণ মানুষদের জালিয়াতদের হাত থেকে সতর্ক থাকারও পরামর্শ দেয়া হয়েছে।