তুরস্কের সংসদে ঘুষোঘুষি

Turkyতুরস্কের বিচারবিভাগের বিতর্কিত সংস্কার নিয়ে দেশটির জাতীয় সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার সংসদের ভেতরে রীতিমতো ঘুষোঘুষির ঘটনা ঘটেছে। এতে একজন সংসদ সদস্য আহত হয়েছেন।
সংসদে একজন সদস্য দাবি করেন যে, প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগানের ছেলে বিলালকে বড় ধরনের দুর্নীতির জন্য তলব করা হয়েছে। এরপরই সংসদ উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় মারামারি। এতে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি’র উপ প্রধান বুলেন্ত তেজকান আহত হন এবং তাকে হাসপাতালে নেয়া হয়।
তুর্কি বিচারবিভাগের বিতর্কিত এ সংস্কারের বিষয়ে শুক্রবার জাতীয় সংসদে ভোটাভুটির কথা রয়েছে। সংসদে এ বিল পাস হলে বিচারবিভাগের ওপর সরকারের অনেক বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে।
চলতি মাসের প্রথাম দিকে তুর্কি সংসদে বিচার সংক্রান্ত একটি বিল নিয়ে আলোচনার সময় এ ধরনের ঘুষোঘুষির ঘটনা ঘটে।
তুরস্কের কয়েকজন মন্ত্রীর ছেলে এবং শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীর আর্থিক দুর্নীতির কথা গত মাসে ফাঁস হয়েছে। এরপর কয়েকজনকে আটক করা হয়েছে এবং গত ১৭ ডিসেম্বর থেকে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এ ঘটনায় কয়েকজন মন্ত্রী পদত্যাগও করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button