ইউক্রেনে আলোচনা ব্যর্থ : বিক্ষোভকারীদের নতুন ব্যারিকেড
ইউেক্রনের সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাদের অবস্থান ধর্মঘটের ব্যারিকেডকে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের প্রশাসনের আরো কাছাকাছি নিয়ে গেছে। দেশটির রাজনৈতিক সংকট যখন ১৯৯১ সালে স্বাধীনতা অর্জনের পর সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে তখন এ ব্যবস্থা নিল বিক্ষোভকারীরা।
এর আগে বৃহস্পতিবার রাতে তিন বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের কয়েক ঘন্টার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। গত পাঁচদিনের সংঘর্ষে পাঁচ বিক্ষোভকারী নিহত হওয়ার পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
দুই মাস আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে অস্বীকার করেন প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ। তখন থেকেই ওই চুক্তি সই করতে সরকারকে বাধ্য করার জন্য এ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু প্রেসিডেন্টের নেতৃত্বাধীন চার বছরের সরকার সে দাবি মেনে নিতে মোটেই রাজি নয়।
এ অবস্থায় সরকার বিরোধীরা শুক্রবার নতুন কৌশল অবলম্বন করেছে। তারা ইউক্রেকেনের পশ্চিমাঞ্চলীয় চারটি শহরের গভর্নরের দপ্তরের নিয়ন্ত্র নিয়ে নিয়েছে। সেইসঙ্গে রাজধানী কিয়েভের ইন্ডেপেন্ডেন্স চত্বরে অবস্থান ধর্মঘটরত বিরোধী নেতাকর্মীরা প্রেসিডেন্টের প্রশাসনিক দপ্তরের আরো কাছাকাছি চলে গেছে। কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনও দখল করেছে বিক্ষোভকারীরা।