শিশুরা ক্ষুধায় কাতর : পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সোনার নৌকা গ্রহণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে স্বাগত জানাতে আসা শিক্ষার্থীরা যখন ক্ষুধায় কাতর, ঠিক তখনই সোনার নৌকা উপহার নিলেন তিনি। এ নিয়ে অভিভবাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার বিকালে রাজশাহীর বাঘা হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীকে দেয়া এক গণসংবর্ধনায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীতে স্বাগত জানাতে সকাল থেকে সড়কে না খেয়ে দাঁড় করিয়ে রাখা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীকে। বিকালে প্রতিমন্ত্রী মঞ্চে উঠার পর স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে তাকে বরণ করে নেন। এরপর পাঁচ শতাধিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দেয়া হয় প্রতিমন্ত্রীর হাতে। এ সময় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী একটি সোনার নৌকা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল সোনার কোটপিন উপহার দেন। প্রতিমন্ত্রী এসব উপহার গ্রহণও করেন।
এছাড়া বাঘার বিতর্কিত মেয়রের নিকট থেকে সোনার নৌকা গ্রহণ করায়ও এলাকায় হৈচৈ ফেলে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, ক্লিন ইমেজ থাকার কারণে বর্তমান সরকারের মন্ত্রিসভায় স্থান পান তরুণ আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম।