মেয়র আরিফের প্রশংসায় অর্থমন্ত্রী
সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ তরান্বিত করায় মেয়র আরিফুল হক চৌধুরীর প্রশংসা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভিন্ন রাজনৈতিক মতের হওয়া সত্বেও অর্থমন্ত্রী মেয়রের ভাল কাজের প্রশংসা করাকে ইতিবাচকভাবে দেখছেন সিলেটবাসী।
শুক্রবার নগরীর গাভীয়ার খালের উদ্ধার অভিযান সরেজমিন পরিদর্শন কালে অর্থমন্ত্রী মেয়রের প্রশংসা করে বলেন, ‘সিলেটে অনেক কিছুই হয় না-এখন হচ্ছে; আমি অনেক খুশি।’
এসময় অর্থমন্ত্রী আরো বলেন, ২০০৯ সালে খাল উদ্ধারের জন্য বহু টাকার প্রকল্প করা হয়েছে। তার মধ্যে কিছুটা হয়েছে-কিছুটা হয়নি। বাকী যেগুলো হয়নি তা-ও এবার হবে। এখানে তো সবচেয়ে বড় সমস্যা পানি নিস্কাসনের আসল রাস্তাই নাই। পানি যাবে কোথায়? সুতরাং আগে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। তাই মেয়রের এই কাজগুলো অত্যন্ত প্রশংসনীয় এবং আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট করে যাবো-সহযোগিতা করে যাব।’ এসময় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।