বিশ্ব মিডিয়ায় বিশ্ব ইজতিমা
টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে চলছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম সম্মেলন বিশ্ব ইজতিমা। ইজতেমায় অংশ নিয়েছেন দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লি। শনিবার আন্তর্জাতিক মিডিয়াতেও বিশ্ব ইজতিমার সংবাদ গুরুত্বের সাথে উঠে আসে।
‘মুসলিম ফ্লকস টু বাংলাদেশ ফর ফেস্টিভেল’ শিরোনামে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিশ্ব মুসলমানদের আরেক বৃহৎ সম্মেলন ইজতিমা চলছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দোয়া ও ধর্মীয় আলোচনায় যোগ দিতে রাজধানীর উত্তরে সমবেত হচ্ছেন।
এতে বলা হয়, মক্কায় হজ্বের পর এটি মুসলমানদের দ্বিতীয় বৃহৎ জমায়েত।
‘ম্যাসিব বিশ্ব ইজতিমা বিগিনস ইন বাংলাদেশ’ শিরোনামে দ্য নেশন এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বাংলাদেশে শুরু হয়েছে ২য় ইসলামিক বৃহৎ জমায়েত। রাজধানীর ঢাকার ৪০ কি.মি উত্তরে তুরাগ নদীর তীরের ঐ জমায়েতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। এতে ১৩০ টি দেশের প্রায় ২৫০০০ হাজার মুসল্লি যোগ দিয়েছেন।
‘ম্যাসিব ইসলামিক ফেস্টিভেল বিগিইনস ইন বাংলাদেশ’ শিরোনামে গ্লোবাল পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শুরু হয়েছে ২য় বৃহৎ মুসলিম জামাত। লাখো মুসলিম সমবেত হয়েছে টঙ্গীর তুরাগ নদীতে। পাকিস্তানের এক ধর্মীয় আলেমের বক্তব্যের মধ্য দিয়ে বৃহৎ এ সম্মেলনের শুরু হয়।
এতে বলা হয়, ইজতেমা স্থলের ১৬৫ একর জায়গা ইতিমধ্যে মুসল্লিদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নদী, ব্রীজ, রাস্তা, এমনকি ভবনের ছাদেও মুসল্লিদের উপচে পড়া ভীড়।