কারগিলে তাপমাত্রা মাইনাস ১৯.২ ডিগ্রি
কারগিলে মরশুমের শীতলতম দিন ছিল শনিবার৷ কাশ্মীর ও লাদাখ উপত্যকার এই শহরে আজ সর্বনিম্ন্ তাপমাত্রা ছিল মাইনাস ১৯.২ ডিগ্রি সেলসিয়াস৷ কারগিল ছাড়া ভূস্বর্গের অন্যত্রও তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়৷ কোকেরনাগে অব্যাহত শৈত্যপ্রবাহ৷
শুক্রবার রাত থেকেই কারগিলের তাপমাত্রা কমতে শুরু করে৷ এদিন সর্বনিম্ন্ তাপমাত্রা ছিল মাইনাস ১৯.২ ডিগ্রি সেলসিয়াস৷ তার আগের রাতে এই শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস৷ সীমান্তবর্তী এই শহরের তাপমাত্রা কমা ছাড়াও কাশ্মীরের অন্যত্রও তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে৷ কাশ্মীর উপত্যকার প্রবেশপথ কাজিগন্দের তাপমাত্রাও কমেছে৷ আজ তাপমাত্রা গিয়ে দাঁড়ায় মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াসে৷
গত রাতে ছিল মাইনাস ০.১ ডিগ্রি সেলসিয়াস৷ দক্ষিণ কাশ্মীরের কোকেরনাগে চলছে প্রবল শৈত্যপ্রবাহ৷ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১.৭ ডিগ্রি সেলসিয়াস৷ গত দু’দিন ধরে দক্ষিণ কাশ্মীরের বিখ্যাত পর্যটনকেন্দ্র পহেলগাঁও-এর তাপমাত্রারও বিন্দুমাত্র হেরফের হয়নি৷ এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ ডিগ্রি সেলসিয়াস৷ ভূস্বর্গের বিখ্যাত স্কি-রিসর্ট গুলমার্গেও ছিল হাড় কাঁপানো ঠান্ডা৷ এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.২ ডিগ্রি সেলসিয়াস৷ ঠান্ডার পরিসংখ্যানে পিছিয়ে নেই লে৷ সেখানে এদিন সর্বনিম্ন্ তাপমাত্রা ছিল মাইনাস ১২.৩ ডিগ্রি সেলসিয়াস৷ গত রাতের তুলনায় ৮ ডিগ্রি কম৷ গত রাতে তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস৷