আখেরী মোনাজাতের দিন আরও তিন মুসল্লির মৃত্যু
আখেরি মোনাজাতের দিন রোববার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তবে, এই মুসল্লিদের নাম-পরিচয় জানা যায়নি। বিশ্ব ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, আরও তিন মুসল্লির জানাজা সম্পন্ন হয়েছে।
এ নিয়ে এবারের ইজতেমায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং শীত ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মোট ৯ মুসল্লি মারা গেলেন।
এদিকে, ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে ওসুলের বয়ান। বয়ান করছেন বাংলাদেশের মাওলানা জমির উদ্দিন।
এ পর্যন্ত বিশ্ব ইজতেমায় যত ধরনের বয়ান হয়েছে সবগুলোর মর্ম অনুধাবন করে পরিসংহার টানা হচ্ছে এই বয়ানে। ওসুলের বয়ান চলবে সকাল ১০টা পর্যন্ত।
এরপর শুরু হবে হেদায়তি বয়ান। হেদায়তি বয়ান শেষে সাড়ে ১১টায় প্রথম পর্বের ইজতেমার আখেরি মোনাজাত শুরু হবে। পরিচালনা করবেন দিল্লির মাওলানা যোবারুল হাসান।