মার্চে জামায়াত-শিবিরের বিচার শুরু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, চলতি বছরের মার্চে জামায়াত-শিবিরের বিচার কাজ শুরু হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর শহীদ মিনারে ঘাদানিক আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
তুরিন আফরোজ বলেন, আমরা আগে ব্যক্তিদের বিচার করছি। এরপর দলে বিচার করা হবে। সেই অনুযায়ী আগামী মার্চ থেকে জামায়াত-শিবিরের বিচার কাজ শুরু করা হবে।
তিনি বলেন, বিশ্বের কোথাও নজির নেই যুদ্ধাপরাধীদের বিচার চলাকালে কোনো অপরাধী জামিন পেয়েছেন। কিংবা অর্ন্তবর্তী আপিল করতে পেরেছেন। কিন্তু এই ট্রাইব্যুনালে দুইজন জামিন পেয়েছেন।
বন্দর উপজেলা ঘাতক ঘাদানিক সভাপতি অ্যাডভোকেট শাহ আলী খান পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঘাদানিকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, কেন্দ্রীয় সদস্য ডা: মুজাহাত চৌধুরী শম্পা, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক কমান্ডার সামিউল্লাহ মিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান খসরু প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button