আখেরি মোনাজাতে অংশ নিলেন হাসিনা-খালেদা
টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসানের পরিচালনায় রোববার বেলা ১২টা ৫৫ থেকে ২১ মিনিটব্যাপী এই মোনাজাত হয়। এ সময় গণভবনে আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “আত্মীয়-স্বজন ও গণভবনের মহিলা কর্মকর্তাদের নিয়ে গণভবনের দোতলায় বসে মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। আর গণভবনের কর্মকর্তা-কর্মচারীরা নিচতলায় বসে মোনাজাতে অংশ নেন।”
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়ে দেশবাসী ও সমস্ত মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে রবিবার দুপুর ১১টা ৫০ মিনিটে বেগম খালেদা জিয়া টঙ্গীর এটলাস কারখানার ছাদে গিয়ে উপস্থিত হয়ে সেখান থেকেই মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।