জাপা থেকে পদত্যাগ করলেন লিংকন
হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন। পদত্যাগের পর কাজী জাফর আহমদের সঙ্গে সাক্ষাত করে তার নেতৃত্বাধীন পার্টিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ নেতা। রোববার বেলা ১১ টায় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে ঘন ঘন রাজনৈতিক অবস্থান বদলের অভিযোগ করে পদত্যাগ পত্রে তিনি বলেন, এতে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও দলের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। জাতীয় পর্টি এখন দুইভাগে বিভক্ত’ দাবি করে জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি ও জাপা এর প্রভাবশালী এই নেতা পদত্যাগপত্রে উল্লেখ করেন, জাতীয় পার্টি এখন দুই ভাগে বিভক্ত। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন রওশন এরশাদ অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন কাজী জাফর আহমদ। এক্ষেত্রে পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে তিনি উল্লেখ করেছেন, ‘কাজী জাফর আহমদ স্বচ্ছতার সঙ্গে দল পরিচালনা করছেন। পদত্যাগপত্র এরশাদের কাছে পাঠানোর পর বেলা ৩ টায় রাজধানীর গুলশানে কাজী জাফর আহমেদের সঙ্গে সাক্ষাত করেন লিংকন।