জয় ও নাসিমের বক্তব্য একই সূত্রে গাঁথা : জামায়াত
প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের বক্তব্য একইসূত্রে গাঁথা বলে দাবি করেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন , ১৮ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রেখে আধিপত্যবাদী শক্তির যোগসাজশে ভোটারবিহীন নির্বাচন করার যে গোপন পরিকল্পনা আওয়ামী লীগ প্রণয়ন করেছে মোহাম্মদ নাসিম ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে তা জাতির সামনে প্রকাশিত হয়েছে। জামানাত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এজন্য তারা আলোচনার দরজা বন্ধ রেখে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়ে বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে গলা টিপে হত্যা করতে চায়।‘ নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোন সুযোগ নেই’ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের জবাবে মাওলানা রফিক বলেন, এ বক্তব্যের মাধ্যমে তাদের একতরফা নির্বাচন করার অশুভ পরিকল্পনা প্রকাশিত হয়েছে। প্রমাণিত হয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় না। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী জোট শোচনীয়ভাবে পরাজিত হবে। অনেক বড় বড় নেতাদের জামানাত বাজেয়াপ্ত হবে। তিনি বলেন,আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই দেশের শতকরা ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ। ৫টি সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের চরমভাবে পরাজিত করে জনগণ প্রমাণ করে দিয়েছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। মহাজোট সরকারের অধীনে কোন নির্বাচনের প্রহসন জনগণ চায় না। এ ধরনের কোন নীল নকশার পরিকল্পনা জনগণ কখনো বাস্তবায়ন করতে দিবে না। তারা সরকারের অশুভ পরিকল্পনা যে কোন মূল্যে নস্যাৎ করে দিবে।