থাইল্যান্ডে বেশির ভাগ ভোট কেন্দ্র বিক্ষোভকারীদের দখলে

Thaiথাইল্যান্ডে বিতর্কিত সাধারণ নির্বাচনে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সরকার বিরোধীদের বাধায় ব্যাহত ভোট গ্রহণ। রোববার সকালে ভোট শুরুর দুই ঘন্টার মাথাতেই বেশির ভাগ কেন্দ্র দখলে নেয় তারা। ব্যাংককে নির্বাচন বিরোধীরা ভোটকেন্দ্রের দরজা শিকল দিয়ে বন্ধ করে দিয়েছে, যাতে ভোট দিতে কেউ প্রবেশ করতে না পারে।
ভোটগ্রহণ রুখতে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ভোটকেন্দ্র অবরোধ চলাকালে ছড়িয়ে পড়া সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক বিরোধী নেতা।
থাইল্যান্ডে গত নভেম্বরে বিক্ষোভ শুরুর পর থেকে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। আহত হয়েছে আরো বহু মানুষ।
থাই পুলিশের এক মুখপাত্র নিহত বিরোধী নেতার নাম সুথিন থারাথিন বলে জানিয়েছেন। তার মাথায় এবং বুকে গুলি লেগেছে।
থাইল্যান্ডের ৬ কোটি ৪০ লাখ মানুষের মধ্যে ভোটার ৪ কোটি ৯০ লাখ। এর মধ্যে ২১ লাখ ৬০ হাজার ভোটার নির্বাচনে আগাম ভোট দেয়ার আবেদন করেছিলেন।
আগাম ভোট নেয়ার জন্য ব্যাংককে ৫০টি এবং দেশের অন্যত্র ১৫২টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।
তবে আগাম ভোট শুরুর পরপরই বিরোধীদের বাধার মুখে ব্যাংককে ২০টি এবং অন্যত্র ১১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার থেকেই বিক্ষোভকারীরা ব্যাংককের প্রধান প্রধান স্থাপনা ও সড়ক অবরোধ করে রাখে। ভোট দিতে আসা অনেকেই দিতে পারেননি ভোট। ২ ফেব্রয়ারির ভোট পেছানোতে সমস্যা নেই, আদালত এমন কথা জানালেও  নির্বাচন পেছানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button