ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ রানের জয় পেল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ফলে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ শেষ করল তারা । রোববার প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের ২১৮ রানের টার্গেট দেয় অসিরা। জবাবে ৪৯.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। জয়ের সম্ভাবনা জাগিয়েও মাত্র ৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে পরাজয বরণ করে তারা।
রান তাড়া করতে নেমে দলীয় ৩২ রানেই বেল ও স্টোকস দ্রুত বিদায় নেন। তবে অধিনায়ক অ্যালিস্টার কুক ও জো রুটের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। তৃতীয় জুটিতে তারা করেন ৬১ রান। কুক ব্যাক্তিগত ৩৯ রানে দলীয় ৯০ রানে আউট হন। তবে ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা ইয়ন মরগানের ৫৫ রানের উপর ভর করে সহজ জয়ের পথে হাঁটছিল ইংলিশরা।
কিন্তু ১৫৪ রানের মাথায় ফকনারের বলে আউট হলে দ্রুত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ম্যাকেই ও ফকনারের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে আর ফিরতে পরেনি ইংল্যান্ড। অলআউট হয়ে যায় ২১২ রানে। পেস আক্রমনের তোপে ইংলিশদের শেষ ৫ উইকেট হারায় ৩৮ রানে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button