আলজেরিয়ায় ইসলামিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচন বর্জন
আলজেরিয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দেশটির সর্ববৃহৎ দল ইসলামি পার্টি। ভোট জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে রোববার দলটি এই ঘোষণা দিলো।
দলটি এক বিবৃতিতে জানায়, শান্তির জন্য সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ১৭ এপ্রিল অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তারা অংশ নেবেন না। কারণ এ নির্বাচনে সকল আলেজেরিয়বাসীর স্বাধীনভাবে মতামত দেয়ার সুযোগ নেই। দলটি প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো নির্বাচন বর্জনের অবস্থান নিলো। এর আগে গত শুক্রবার দেশটির সাংস্কৃতিক ও গণতান্ত্রিক দলও একই কারণ দেখিয়ে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে।