ভারতে নৌকা ডুবে ২১ পর্যটকের মৃত্যু
ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে নৌকা ডুবে কমপক্ষে ২১ জন পর্যটকের মৃত্যু হয়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার বিকালে এ নৌকাডুবির ঘটনা ঘটে। ৪৫ জন যাত্রীবাহী ওই নৌকার ২৬ জনকে উদ্ধার করা হয়েছে ও একজন নিখোঁজ রয়েছেন। পর্যটকদের বেশিরভাগ মুম্বাই এবং তামিলনাড়ু থেকে এসেছেন। নৌকাটি রোস দ্বীপ ছেড়ে নর্থ বে’র দিকে যাচ্ছিল। খবর এনডিটিভির।
নৌকাটির সর্ব্বোচ্চ যাত্রী বহনের ক্ষমতা ২৫ জন থাকলেও দুর্ঘটনার সময় এটিতে যাত্রী ছিল ৪৫ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই তারা অনেককে উদ্ধার করেছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে রাত হয়ে যাওয়ায় পুরোদমে উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সোমবার আবার উদ্ধার প্রক্রিয়া চলবে। এছাড়া যে যাত্রীরা নিহত হয়েছেন, তাদের আত্মীয়-স্বজনদের জন্যে একটি হেল্প লাইন খোলা হয়েছে।