ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে

Franceফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনী বহু লোককে আটক করেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। ফরাসি দৈনিক লি পাওয়ানের ইন্টারনেট সংস্করণে বলা হয়েছে, পুলিশ গতকাল রোববার সরকার বিরোধী অন্তত ২৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১৯ জন পুলিশও আহত হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভ্যালেস সহিংসতার নিন্দা জানিয়ে এ পরিস্থিতির জন্য উগ্র ডানপন্থী দলকে দায়ী করেছেন।
বিরোধীরা সরকারের নতুন ‘কর’ নীতির প্রতিবাদে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছিল। গতকালের এ বিক্ষোভে এক লাখের বেশি লোক অংশ নেয়। সোশালিস্ট সরকারে ক্ষমতার মেয়াদ প্রায় ২০ মাস হতে চললেও অর্থনৈতিক সংকট উত্তরণে সরকার কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button