ছাত্রশিবিরের নতুন বছরের কেন্দ্রীয় কমিটি গঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন বছরের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। এতে আগামী এক বছরের জন্য আবদুল জব্বার কেন্দ্রীয় সভাপতি ও আতিকুর রহমান সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ১০টায় রাজধানীর একটি দপ্তরে নতুন সভাপতির শপথ অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে সদস্যদের অনলাইন ভোটিংএর মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সংগঠনটির সূত্রে জানা গেছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন নির্বাচন দেয়া হয়। সদ্যনির্বাচিত সভাপতি আবদুল জব্বার গত বছর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। নতুন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এর আগে সংগঠনটির দপ্তর দম্পাদক ছিলেন।
সংগঠনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা এবং ইতিহাস-ঐতিহ্যের আলোকে প্রতিবারের মতো এবারো গোপন ব্যালটের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোটগ্রহণ করা হয়। গত ২২ থেকে ২৪ জানুয়ারি সারা দেশে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে গত তিন বছরের মতো এবারো সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন নির্বাচন দেয়া হয়। সদ্যনির্বাচিত সভাপতি আবদুল জব্বার গত বছর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। নতুন সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এর আগে সংগঠনটির দপ্তর দম্পাদক ছিলেন।
সংগঠনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা এবং ইতিহাস-ঐতিহ্যের আলোকে প্রতিবারের মতো এবারো গোপন ব্যালটের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোটগ্রহণ করা হয়। গত ২২ থেকে ২৪ জানুয়ারি সারা দেশে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে গত তিন বছরের মতো এবারো সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি।