মাত্রাতিরিক্ত ধূমপানে আসক্ত সমাজকল্যাণমন্ত্রী !

Montriদেশের বিদ্যমান ধূমপান বিরোধী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনসমক্ষে ধূমপান করলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তাও আবার বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সামনে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও ধূমপানে ক্ষতিকর প্রভাব এবং উপস্থিত শিশু-কিশোরদের স্বাস্থ্যের অকল্যাণের বিষয়টিও বিবেচনায় নেননি তিনি।
সোমবার বিকাল ৩টার দিকে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে মঞ্চে বসে নির্দ্বিধায় ধূমপান করে চলেন মন্ত্রী মহসিন। তার এ কান্ড দেখে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও বিজিবি কর্মকর্তাদের হতবাক-বিস্ময়ে একে অন্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
এ সময় তার পাশেই বসেছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক,  মহানগর পুলিশের কমিশনার শেখ মিজানুর রহমান ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ। সিগারেট পান শেষে বক্তব্য দিতে শুরু করেন সমাজকল্যাণমন্ত্রী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button