৭ বছর পর ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে জুনে
৭ বছর বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছরের জুন মাসে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করবে। সোমবার বিমানের মহাব্যবস্থাপক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন মাসিক সংবাদ সম্মেলনে একথা জানান। কেভিন জন বলেন, যুক্তরাজ্যের বার্মিংহামে বিরতি দিয়ে নিউইয়র্কে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইটের টিকিট পাওয়া যাবে বলেও জানান কেভিন। প্রসঙ্গত, ২০০৬ সালে লোকসানের জন্য এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয়া হয়।