সাংবাদিকদের নিয়ে জেএমজি এয়ার কার্গোর বর্ণাঢ্য মিলন মেলা
স্বপ্নের দেশ ব্রিটেন থেকে এক সময় প্রিয়জনদের কাছে কার্গোর মাধ্যমে পছন্দের পণ্যটি পাঠানো ছিলো অনেকটা স্বপ্নের মতোই। আর কার্গো বলতে অনেকেই বুঝতেন জাহাজে বোঝাই করে দেশে মালামাল প্রেরণ। কিন্তু এখন আর মানুষের মনে সে ধারণা নেই। এখন কার্গোর মাধ্যমে প্রিয়জনের কাছে পছন্দের জিনিসটি পাঠিয়ে ফোনে জানিয়ে দেয়া হয় ‘কাল-পরশো’র মধ্যে তোমার জিনিসগুলো পেয়ে যাবে। পছন্দ না হলে জানিয়ো, নতুন না হয় কিনে দেবো, যেতে মাত্র দু-তিন দিন লাগে।
আর কার্গো ব্যবসা এবং গ্রাহকদের এই ধারণাটি আমূল পাল্টে দিয়েছে ব্রিটেনের কার্গো ব্যবসার এক সফল প্রতিষ্ঠান জেএমজি এয়ার কার্গো। কার্গো ব্যবসাকে জনপ্রিয় করার পাশাপাশি জেএমজি ব্রিটেন ছাড়িয়ে তাদের ব্যবসাকে সমগ্র ইউরোপে সম্প্রসারণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কার্গো মালামাল প্রেরণে জেএমজি সবচেয়ে বেশী মালামাল পাঠিয়ে থাকে। সপ্তাহে তিন থেকে চারটি ফ্লাইটে হাজার হাজার টন প্রয়োজনীয় পণ্য বিমানের মাধ্যমে পাঠিয়ে থাকে জেএমজি এয়ারকার্গো। কার্গো ব্যবসার সফল প্রতিষ্ঠান জেএমজি এবং বিমান এখন ব্যবসা ক্ষেত্রে একে-অন্যের পরিপূরক। কার্গো ব্যবসাকে কমিউনিটির সেবা, প্রবাসীদের মালামাল প্রেরণে বিশ্বস্থতা-আন্তরিকতা এবং কার্গো ব্যবসাকে সাধারণ মানুষের জন্য সহজ করে দেয়ায় জেএমজি এয়ারকার্গো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ‘সিএসএ’ (কার্গো সেলস্ এজেন্ট) এর দায়িত্ব লাভ করেছে।
ব্যবসাক্ষেত্রে নিজেদের এ সাফল্যের জন্য জেএমজি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, কমিউনিটির সর্বস্তরের মানুষ, গ্রাহক, শুভানুধ্যায়ী সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞ।
তবে ব্যবসাকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে জেএমজি যাদের সহযোগিতা, আন্তরিকতা এবং ভালবাসা পেয়েছে তারা হলেন, ব্রিটেনের প্রিন্ট এবং এলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাফল্যের অগ্রযাত্রার এক যুগে মিডিয়ার ভালবাসায় মুগ্ধ জেএমজি এয়ারকার্গো রোববার সন্ধ্যায় আয়োজন করে “মিডিয়া পার্টি উইথ জেএমজি এয়ার কার্গো শীর্ষক এক সাংবাদিক মিলন মেলার।”
পূর্ব লন্ডনের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সাংবাদিক মিলন মেলায় ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের অন্যতম, টাওয়ার হেমলেটস্ এর প্রথম নির্বাহী মেয়র লুৎফুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট মুকিম আহমদ, সাবেক প্রেসিডেন্ট শাহগীর বকত ফারুক অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং জেএমজি হিথ্রো ব্রাঞ্চের সিইও আলী সাদেক শিপুর স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চ্যানেল এস এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ, ফয়সল চৌধুরী শুয়েব, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বকস্, এনটিভি ইউরোপের ডিরেক্টর মোস্তফা সারোয়ার বাবু, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমদ ফয়েজ, প্রবীন সাংবাদিক ইসহাক কাজল, সাপ্তাহিক বাংলা মিররের সম্পাদক আব্দুল করিম গণি, সাপ্তাহিক দেশ এর সম্পাদক তাইছির মাহমুদ, চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক বাংলা টাইমস্ এর নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, একাউন্টটেন্ট মাহবুব মুর্শেদ, বিবিসিসির লন্ডন রিজিওনের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমদ, হিলসাইড ট্রেভেলস এর সত্ত্বাধিকারী হেলাল খান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরী, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, এটিএন বাংলার সিইও সুফি মিয়া, ব্রিটিশ বাংলাদেশী উইমেন্স ফোরামের চেয়ারম্যান মিসেস মমতাজ খান, বেতার বাংলার চেয়ারম্যান নাজিম চৌধুরী, টিভি প্রেজেন্টার উর্মি মাজহার, সাপ্তাহিক সুরমার প্রধান সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরী, টাওয়ার হেমলেটস্ এর কাউন্সিলর আমিরুল খান, সাপ্তাহিক লন্ডন বাংলার বার্তা সম্পাদক ইব্রাহিম খলিল, বিশিষ্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, একাউন্টটেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, জেএমজির ম্যানেজার সুরমান আহমদ, শেখ মাহমুদুল হাসান দুলাল, ডাইরেক্টর দিলারা খানম জেনী সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিটেনের প্রথম বাংলাদেশী নির্বাহী মেয়র লুৎফুর রহমান জেএমজিকে তার বারা’র অহংকার উল্লেখ করে বলেন, ব্যবসা ক্ষেত্রে গ্রাহকদের চাওয়া-পাওয়ার প্রতি সম্মান প্রদর্শন একজন ব্যবসায়ীকে কোথায় নিয়ে যেতে পারে এর প্রমাণ মনির আহমদ। তিনি সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন। এখন দেশে মালামাল প্রেরণ করতে হলে গ্রাহকরা জেএমজিকেই তাদের পছন্দের কার্গো প্রতিষ্ঠান হিসেবে বেঁছে নেন। মেয়র সাফল্যের অগ্রযাত্রায় জেএমজির পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমার বারাতে যারা সফল তাদের প্রতি আমার শুভ কামনা এবং টাওয়ার হেমলেটস কাউন্সিল সব সময় তাদের পাশে থাকবে। মেয়র অনুষ্ঠানে আগত সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, এই এলাকার স্বার্থ সুরক্ষায় আপনারা অবশ্যই জনসাধারণের পাশে থাকবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতী জেএমজির সার্বিক সফলতা কামনা করে বলেন, বিমান জেএমজিকে সিএসএ প্রদান করেছে ব্যবসা ক্ষেত্রে তাদের সততা, আন্তরিকতা এবং দায়িত্বশীল আচরণ দেখে। জেএমজির কর্ণদ্বার মনির আহমদ ব্যবসা করার পাশপাশি কমিউনিটির মানুষের প্রতি যে আন্তরিকতা দেখান সেটা সত্যিই অসাধারণ। তিনি মনির আহমদকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের একজন বিশ্বস্থ্য এবং আন্তরিক বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, আমার বিশ্বাস দেশপ্রেম, দায়িত্বশীলতা এবং সততা মনির আহমদকে একদিন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেবে।
জেএমজির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমদ সাংবাদিকদের প্রতি তার কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের আন্তরিক সমর্থন ও সযোগিতা আমাকে এ পর্যায়ে আসতে অনুপ্রেরণা জুগিয়েছে। আমার প্রত্যেকটি কাজে মিডিয়া যেভাবে সহযোগিতা এবং সমর্থন দিয়েছে সেটা আমার জন্য অনেক বড় অর্জন। মনির আহমদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপককে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনি ব্যবসা ক্ষেত্রে আমাকে যেভাবে উৎসাহ প্রদান করেছেন সেটা অভিভাবকদের মতো। এছাড়া বিভিন্ন সময় দায়িত্বপালনকারী কর্মকর্তাবৃন্দ আমাকে যেভাবে এ ব্যবসায় সযোগিতা করেছে সেটা আমার জন্য একটি বড় অর্জন। তিনি সিএসএ প্রদানের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের এ আন্তরিকতার বিনিময় আমি সৎ ব্যবসা এবং কমিউনিটির মানুষের সেবার মাধ্যমে দিতে চাই। তিনি মেয়রকে অনুষ্ঠানে যোগদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টাওয়ার হেমলটস্ এর ব্যবসায়ীদের প্রতি আপনার আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। ভবিষ্যৎ এগিয়ে চলায় আমরা আপনার সমর্থন ও সহযোগিতা চাই।
বক্তারা জেএমজিকে ব্রিটেনের কার্গো ব্যবসার ক্ষেত্রে একটি মডেল ব্যবসা হিসেবে উল্লেখ করে বলেন, জেএমজি তার এ অবস্থানে আসার পেছনে সবচেয়ে বেশী যে বিষয়টি কাজ করেছে সেটা হলো তাদের সেবার মনোবৃত্তি এবং কমিটমেন্ট। গ্রাহকদের দেয়া প্রতিশ্র“তি রক্ষা এবং আন্তরিকতা। একজন ব্যবসায়ীর এমন ব্যবসায়ীসূলভ উত্তম গুনাবলী জেএমজি মিডিয়ার সাথে ঘনিষ্ঠ করে দিয়েছে। তাই মিডিয়া বান্ধব একজন মানুষ হিসেবে জেএমজির কর্ণদ্বার এবং কার্গো ব্যবসার সফল প্রতিকৃত তরুণ মনির আহমদ শুধু তার গ্রাহকদের কাছেই প্রিয় নন, তিনি মিডিয়ারও একজন প্রিয় মানুষ। সাংবাদিক ও সুধীজন মনির আহমদের সার্বিক সফলতা কামনা করে ভবিষ্যৎ এগিয়ে চলার পথে পাশে থাকার প্রতিশ্র“তি প্রদান করেন।